স্কুল পালিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক হয়ে ওঠা গ্রেটা থুনবার্গের কথা মনে পড়ে? ম্যাডলিন নামের জাহাজে আরও কয়েকজন সঙ্গীসহ তিনি ত্রাণ নিয়ে যাচ্ছিলেন গাজায়। ইসরায়েল কর্তৃপক্ষ সেই জাহাজ আটকে গ্রেটাসহ ১২ জন মানবাধিকারকর্মীকে আশদোদ বন্দরে নিয়ে যায়।
ম্যাডলিনে থাকা মানবাধিকার কর্মীরা বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আগে জানান, স্থানীয় সময় রোববার রাত ১টার কিছু পর তাদের জাহাজের দিকে চারটি স্পিডবোট এগিয়ে আসে। এরপর দুটো ড্রোন উড়ে এসে জাহাজের ওপর একটি সাদা রাসায়নিক স্প্রে করে, সেটি ঠিক কী তা তারা বুঝতে পারেন নি। সামাজিক মাধ্যমে প্রকাশিত
২৪ ঘণ্টার মধ্যে গ্রেটা থুনবার্গের গাজা অভিমুখী জাহাজ ম্যাডলিন উপত্যকাটিতে পৌঁছাবে। জাহাজের যাত্রী ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি-ফিলিস্তিনি সদস্য রিমা হাসান সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এ তথ্য নিশ্চিত করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে এ তথ্য।
ইসরায়েলি অবরোধের প্রতিবাদে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ গ্রেটা থুনবার্গসহ একদল কর্মী গাজা অভিমুখে যাত্রা করেছেন। এই যাত্রাকে কেন্দ্র করে ইসরায়েল হুঁশিয়ারি দিয়েছে, তারা প্রয়োজনে ওই জাহাজে অভিযান চালাবে।